onewaytextlink

Wednesday, May 25, 2011

মহাকাশে ওষুধের কার্যকারিতা

মহাকাশে ওষুধের কার্যকারিতা দ্রুত নষ্ট হয়ে যায়। বিজ্ঞানীদের সমীক্ষায় এ তথ্য উঠে এসেছে। তারা বলেছেন যেসব নভোচারী দীর্ঘ অভিযানে মহাকাশে যাবেন তারা প্যারাসিটামল বা এন্টি বায়োটিকস হয়তো ব্যবহার করতে পারবেন না। মহাকাশযানের অব্যাহত তেজস্ক্রিয়তার কারণে এভাবে ওষুধের কার্যকারিতা নষ্ট হয়ে যায় বলে মনে করা হচ্ছে।
বিজ্ঞানীরা বলেছেন, মহাকাশের জন্য নতুন ওষুধের প্রয়োজন রয়েছে এবং দীর্ঘ মেয়াদি অভিযানের জন্য এ ওষুধ দরকার পৃথিবীর মাটিতে যে সব ওষুধ ব্যবহার হয় তা কয়েক বছর ব্যবহার উপযোগী থাকে। সাধারণভাবে এ সব ওষুধকে সূর্যালোক থেকে দূরে এবং শীতল ও শুকনো পরিবেশে রাখতে হয়। মহাকাশের পরিবেশ পৃথিবী থেকে একবারেই ভিন্ন। মহাকাশে তেজস্ক্রিয়তার মাত্রা বেশি, নভোযান বা মহাকাশ স্টেশনে অবিরাম কম্পন ঘটছে এবং সেখানে মধ্যাকর্ষণ শক্তি প্রায় নেই এ ছাড়া, কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ বেশি এবং তাপমাত্রা ও আর্দ্রতারও পার্থক্য রয়েছে। এ সব কারণে ওষুধের ওপর কোনো প্রভাব পড়ে কিনা তা খতিয়ে দেখছেন বিজ্ঞানীরা।

No comments:

Post a Comment