onewaytextlink

Wednesday, April 21, 2010

পহেলা বৈশাখে বাংরেজীর ব্যবহার !!

বাংলা আর ইংরেজী মিলিয়ে কেউ যদি কথা বলেন আমি সেই ভাষাকে বলি বাংরেজী। এটা শুধু মাত্র কৌতুক অথবা মজা করেই বলা । কিন্তুু ভাষা কোন কৌতুকের বিষয় নয়,তা যে ভাষা হোক না কেন । বায়ান্নর সেই রক্তঝরা দিন আর ভাষা শহীদদের রক্তে অর্জিত আমাদের এই বাংলা ভাষা, আমাদের প্রানের ভাষা। আমরা মনে প্রাণে বাঙ্গালী তাই বাঙ্গালীর চিরায়ত ঐতিহ্য গুলো সব সময় ধরে রাখতে সচেষ্ট থাকি।এজন্যই প্রতি বছর বাংলা নববর্ষ শুরুর দিনটিতে আমরা উৎসবের আমেজে থাকি , মহা ধুমধামে ,পান্তা- ইলিশ সহযোগে পালন করি বাঙ্গালীর প্রাণের উৎসব বৈশাখী উৎসব।

এবার আসা যাক পহেলা বৈশাখে বাংরেজীর ব্যবহার প্রসঙ্গে। আমরা অনেকেই এবার পহেলা বৈশাখ উপলক্ষে ঢাকার বিভিন্ন স্থানে অনুষ্ঠিত কনসার্ট গুলো উপভোগ করেছি। উপভোগ করেছি মনমাতানো বাংলা ব্যান্ড, দেশাতœবোধক,ফোক, রক ঘরানার সব বাংলা গান। আনন্দ উৎসবে ,উপভোগে উম্মাতাল দর্শকরা অনেকেই হয়তো খেয়াল করেননি গানের ফাঁকে ফাঁকে শিল্পীদের বাংলা এবং ইংরেজী মিশ্রিত বাক্যের ব্যবহার কিংবা লাইভ অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে দর্শক স্বাক্ষাত কারে বিভিন্ন দর্শকের বাংরেজী কথন। কয়েকটা উদাহরন দিচ্ছি যেমন, আই লাভ ইউ অল,হেভি ফান,থ্যান্কস টু......., আমি খুব ইনজয় করছি কিংবা অমুকের গান শুনেছি এখন অমুক এর জন্য ্ওয়েট করছি। আহ্, বিচিত্র এই দেশ, সত্যিই আজব !! এই কনসার্ট, এই উৎসব ,এই আনন্দ বিনোদন আমরা কিসের জন্য করছি ? অবশ্যই হাজার বছরের বাঙ্গালী ঐতিহ্যকে ধরে রাখতে ,বাংলা নবর্বষ কে সত্যিকারের বাঙ্গালী হয়ে বরন করতে । অন্তত এই দিনে আমরা একশতভাগ শুদ্ধ বাংলা ভাষায় প্রাণ খুলে কথা বলতে পারি ,তাই না? কেন আমরা বৈশাখের প্রথম প্রহ্ের শতভাগ বাঙ্গালী আবেগ নিয়ে ইলিশ সহযোগে পান্তাভাত খেতে খেতে অতি আবেগী হয়ে বলে ফেলি “হোয়াট এ টেষ্ট”!এই ভূল আমরা আর করবো না।

আসুন এই নববর্ষেই আমরা সবাই প্রতিজ্ঞা করি আগামী পহেলা বৈশাখ বরণের দিনে আমরা উপভোগ করব শতভাগ বাংলা ভাষা ব্যবহারের এক সত্যিকারের বাঙ্গালী উৎসব।