onewaytextlink

Sunday, May 22, 2011

এভারেস্ট চূড়ায় মুহিত

এক বছরের ব্যবধানে এভারেস্ট চূড়ায় দ্বিতীয় বাংলাদেশি হিসেবে উঠলেন এমএ মুহিত।

বাংলা মাউন্টিয়ারিং অ্যান্ড ট্র্যাকিং ক্লাবের (বিএমটিসি) এ সদস্য শনিবার এভারেস্ট জয় করেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে।

বিএমটিসি'র প্রতিষ্ঠাতা ইনাম আল হকও মুহিতের এভারেস্ট জয়ের খবর জানিয়েছেন।

গত বছরের ২২ মে প্রথম বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করেন মুসা ইব্রাহিম। তিনি দেশের পর্বতারোহীদের আরেক সংগঠন নর্থ আলপাইন ক্লাবের সদস্য।

ইনাম আল হক বলেন, "শনিবার সন্ধ্যায় নেপালের ডেপুটি চিফ অব মিশন কৃষ্ণচন্দ্র আড়িয়াল আমাকে ফোনে জানিয়েছেন, মুহিত এভারেস্ট জয় করেছে। এখনো মুহিতের সঙ্গে কথা হয়নি। কাল সোমবার অ্যাডভান্স বেসক্যাম্পে এলে তার সঙ্গে কথা হবে বলে আশা করছি।"

২০০৩ সালে বিএমটিসি প্রতিষ্ঠার পর ক্লাবের লক্ষ্য ছিলো ১০ বছরের মধ্যে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ জয় করা। মাত্র আট বছরেই তা অর্জিত হওয়ায় উচ্ছ্বসিত ইনাম।

তিনি বলেন, "দেশের পর্বতারোহীরা চেষ্টা করলে সবই সম্ভব। মুহিত তা প্রমাণ করেছে।"

গত বছর মুসা ইব্রাহিমের সঙ্গে যাত্রা করেও বিরূপ আবহাওয়ার কারণে ৮ হাজার ৮৪৮ মিটার উচ্চতার এভারেস্ট জয় না করেই ফিরতে হয়েছিলো মুহিতকে।

৪১ বছর বয়সি মুহিত একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা। তার বাড়ি ভোলা জেলায়।

টুইটারে ১ কোটি ভক্তের রাণী লেডি গাগা

অবশেষে সব জল্পনা-কল্পনার ইতি টানলেন যুক্তরাষ্ট্রের বিখ্যাত সঙ্গীতশিল্পী লেডি গাগা।
সামাজিক খুদে বার্তার সাইট টুইটারের ইতিহাসে ১ কোটি ভক্তের মাইলফলক স্পর্শ করলেন তিনি। টুইটার সূত্র এ তথ্য জানিয়েছে।
টুইটারের এ রেকর্ড গড়ার পর লেডি গাগা তার আবেগআপ্লুত কন্ঠে ভক্তদের ধন্যবাদ জানান। এ রেকর্ড তার ভক্তদেরই অর্জন বলে তিনি উল্লেখ করেন।

এ রেকর্ড গড়তে লেডি গাগাকে পেছনে ফেলতে হয়েছে সেলিব্রেটি ব্রিটনি স্পিয়ার্সকে। গত তিন মাস ধরে তিনি টুইটারের ভক্তের হিসাবে নিজেকে শীর্ষে ধরে রেখেছিলেন।

উল্লেখ্য, টুইটারের জনপ্রিয় শীর্ষ তিন সেলিব্রেটির মধ্যে আরেকজন হচ্ছেন হলিউডের বিখ্যাত অভিনেতা অ্যাসটন কুচার।

এ মুহূর্তে ফেসবুকে খতিয়ানে লেডি গাগার ২ কোটি ৪০ লাখ ভক্ত আছে। তবে ফেসবুকের হিসেবে এ পরিসংখ্যান রেকর্ডকে স্পর্শ করেনি।

Tourist spot and location in Bangladesh


Tourist spot in Dhaka and near Dhaka- Ahsan monjil, Mirpur zoo, Botanical garden,Lalbag port (Lalbag), Panam city ( Sonargaon), National martyrs monument ( Savar), Sir jagdis Chandra bosu’s home and old landlord’s home ( Munsigonj),Fantasy kingdom park ( Asulia,savar),Baldha garden( wari, Dhaka), Historical monument ( Rayerbazar,Dhaka).

Khulna- Mongla port, Sundarban ( world largest mangrove forest and home of royal Bengal tigers with different type of wild animals), Khan jahan ali mosque( sixty minar mosque located in bagerhat, Khulna).

Cox’s bazar Sea beach,Teknaf, St.martin island, Himchari falls- Cox’sbazar (World largest and longest unbroken sea beach), Teknaf ( tribal polli), St. martin( Coral island), Himchari falls.

Dulahazara safari park,Chokoria,Cox’sbazar- A zoo with natural environment located in chokoria upazilla under cox’sbazar district.

Bandarban,Rangamati and Kaptai- Bandarban( Megla picnic spot, Nilgiri resort, The highest peak of Bangladesh, Boga lake and some other falls within the hills, Museam, a place of green and green). Rangamati- A city on hills, So many old creature of tribals, House of chakma king ( tribal king), Patha ting ting resort, Suvolong falls, lake. Kaptai( A beautiful and long lake, hydro-electric project, largest paper mills in asia, zoom picnic spot, tea garden).

Kuakata sea beach- Located in patuakhali. Distance is near about 350 km from Dhaka.

Sylhet- The shrine of great hazrat shah jalal ( R), Lawachora rainforest, Srimongol( The tea capital), Madobkundo falls, tanguar haor ( Sunamgonj).

Chittagong city- The sea port city, patenga sea beach, foy’s lake, DC hills, War cemetery ( A historical monuments),

Sitakunda- Distance near about 30 km from Chittagong city. Famous for chandranath temple and buddist temple.

Comilla- Moinamoti ( a place of old architecture).

Bogura- Mohastangor ( an old capital city of pudra kingdom before great mugal empire)

Nijum island- Located in Hatia under noakhali district.