এক বছরের ব্যবধানে এভারেস্ট চূড়ায় দ্বিতীয় বাংলাদেশি হিসেবে উঠলেন এমএ মুহিত।
বাংলা মাউন্টিয়ারিং অ্যান্ড ট্র্যাকিং ক্লাবের (বিএমটিসি) এ সদস্য শনিবার এভারেস্ট জয় করেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে।
বিএমটিসি'র প্রতিষ্ঠাতা ইনাম আল হকও মুহিতের এভারেস্ট জয়ের খবর জানিয়েছেন।
গত বছরের ২২ মে প্রথম বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করেন মুসা ইব্রাহিম। তিনি দেশের পর্বতারোহীদের আরেক সংগঠন নর্থ আলপাইন ক্লাবের সদস্য।
ইনাম আল হক বলেন, "শনিবার সন্ধ্যায় নেপালের ডেপুটি চিফ অব মিশন কৃষ্ণচন্দ্র আড়িয়াল আমাকে ফোনে জানিয়েছেন, মুহিত এভারেস্ট জয় করেছে। এখনো মুহিতের সঙ্গে কথা হয়নি। কাল সোমবার অ্যাডভান্স বেসক্যাম্পে এলে তার সঙ্গে কথা হবে বলে আশা করছি।"
২০০৩ সালে বিএমটিসি প্রতিষ্ঠার পর ক্লাবের লক্ষ্য ছিলো ১০ বছরের মধ্যে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ জয় করা। মাত্র আট বছরেই তা অর্জিত হওয়ায় উচ্ছ্বসিত ইনাম।
তিনি বলেন, "দেশের পর্বতারোহীরা চেষ্টা করলে সবই সম্ভব। মুহিত তা প্রমাণ করেছে।"
গত বছর মুসা ইব্রাহিমের সঙ্গে যাত্রা করেও বিরূপ আবহাওয়ার কারণে ৮ হাজার ৮৪৮ মিটার উচ্চতার এভারেস্ট জয় না করেই ফিরতে হয়েছিলো মুহিতকে।
৪১ বছর বয়সি মুহিত একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা। তার বাড়ি ভোলা জেলায়।
বাংলা মাউন্টিয়ারিং অ্যান্ড ট্র্যাকিং ক্লাবের (বিএমটিসি) এ সদস্য শনিবার এভারেস্ট জয় করেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে।
বিএমটিসি'র প্রতিষ্ঠাতা ইনাম আল হকও মুহিতের এভারেস্ট জয়ের খবর জানিয়েছেন।
গত বছরের ২২ মে প্রথম বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করেন মুসা ইব্রাহিম। তিনি দেশের পর্বতারোহীদের আরেক সংগঠন নর্থ আলপাইন ক্লাবের সদস্য।
ইনাম আল হক বলেন, "শনিবার সন্ধ্যায় নেপালের ডেপুটি চিফ অব মিশন কৃষ্ণচন্দ্র আড়িয়াল আমাকে ফোনে জানিয়েছেন, মুহিত এভারেস্ট জয় করেছে। এখনো মুহিতের সঙ্গে কথা হয়নি। কাল সোমবার অ্যাডভান্স বেসক্যাম্পে এলে তার সঙ্গে কথা হবে বলে আশা করছি।"
২০০৩ সালে বিএমটিসি প্রতিষ্ঠার পর ক্লাবের লক্ষ্য ছিলো ১০ বছরের মধ্যে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ জয় করা। মাত্র আট বছরেই তা অর্জিত হওয়ায় উচ্ছ্বসিত ইনাম।
তিনি বলেন, "দেশের পর্বতারোহীরা চেষ্টা করলে সবই সম্ভব। মুহিত তা প্রমাণ করেছে।"
গত বছর মুসা ইব্রাহিমের সঙ্গে যাত্রা করেও বিরূপ আবহাওয়ার কারণে ৮ হাজার ৮৪৮ মিটার উচ্চতার এভারেস্ট জয় না করেই ফিরতে হয়েছিলো মুহিতকে।
৪১ বছর বয়সি মুহিত একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা। তার বাড়ি ভোলা জেলায়।