onewaytextlink

Monday, May 23, 2011

বাসযোগ্য গ্রহের সন্ধান!!

সম্প্রতি গবেষকরা নিশ্চিত করেছেন আমাদের সৌরজগতের বাইরে পাথুরে একটি গ্রহতে প্রাণধারণের সবধরণের উপকরণ রয়েছে। গবেষকরা জানিয়েছেন, গ্লিজ ৫৮১ডি নামের এই গ্রহটি কাছের একটি নক্ষত্রকে প্রদক্ষিণ করছে আর এই গ্রহটি অনেকটাই পৃথিবীর মতোই উষ্ণ এবং আর্দ্র।

ফ্রান্স’স ন্যাশনাল সেন্টার ফর সায়েন্টেফিক রিসার্চ (সিএনআরএস)-এর গবেষকরা জানিয়েছেন, গ্লিজ ৫৮১ডি গ্রহটি লাল বামন নক্ষত্র গ্লিজ ৫৮১ এর চারপাশে ঘুরছে। নক্ষত্রটি পৃথিবী থেকে মাত্র ২০ আলোকবর্ষ দূরে। তাই গবেষকরা গ্রহটিকে আমাদের প্রতিবেশী গ্রহই বলছেন।

গবেষকরা বলেছেন, গোল্ডিলকস জোনে অবস্থিত এই গ্রহটিতে পানি থাকার সম্ভাবনা রয়েছে এমনকি সেখানে সমুদ্রও রয়েছে। এখানে নিয়মিত বৃষ্টিও হয়। আর এর পরিবেশে রয়েছে ঘন কার্বন ডাইঅক্সাইড।

গবেষণার ফল প্রকাশিত হয়েছে অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল লেটার্স নামের ব্রিটিশ সাময়িকীতে।

গবেষকরা জানিয়েছেন, এই গ্রহটিতে মানুষকে পৌঁছাতে হলে যদি আলোর গতিসম্পন্ন কোনো যানেও যাওয়া যায় তবে ২০ বছর লাগবে আর বর্তমানে যে গতির রকেট ব্যবহার করা হয় তাতে চড়ে এই গ্রহটিতে যেতে সময় লাগবে ৩ লাখ বছর।

No comments:

Post a Comment