onewaytextlink

Monday, May 23, 2011

মানুষের ১০ আচরণের কার্যকারণ আবিষ্কার

মানুষের মধ্যেই লুকিয়ে থাকা নেতিবাচক এবং ধ্বংসাত্বক প্রবৃত্তির জন্য কে দায়ী আর মানুষই মধ্যে ভালো এবং খারাপের এই সহাবস্থান কেনো সেই অজানা তথ্য বের করতে পেরেছেন গবেষকরাসম্প্রতি মানুষের ধ্বংসাত্মক কাজের পেছনে লুকানো গোপন সেই শত্রুর পরিচয় প্রকাশ করেছে লাইভ সায়েন্স অনলাইন
গল্পবাজি
গবেষকেরা দাবি করেছেন, বিবর্তন প্রক্রিয়ার ফলেই মানুষ অন্যের সঙ্গে গালগল্প করতে এবং একে অন্যের খুঁত বের করে অভ্যস্ত মানুষের মধ্যে একে অন্যের দোষ খুঁজে বেড়ানোর এই প্রক্রিয়াটা বিবর্তন প্রক্রিয়ায় আসার ফলে এই ঘটনায় মানুষের মধ্যে কোন দুঃখবোধ জাগে না
গবেষক রবিন ডানবার জানিয়েছেন, ‘বেবুনদের একে অপরের লোম বেছে দেবার মতো আচরণগুলোকে সামাজিক বন্ধন শক্ত করার উপায় বলে চিহ্নিত করা হয় কিন্তু মানুষের ক্ষেত্রে এই আচরণের আরও বেশি বিবর্তন ঘটেছে, তাই আমরা একে অপরের সমালোচনায় ঘন্টার পর ঘণ্টা আঠার মত লেগে থাকতে পারি এই আচরণ গুলো সবাই জন্মের পর কোন না কোন ভাবে অন্যের কাছ থেকে শেখে
গবেষণায় আরও জানা গেছে, মানুষ গল্পবাজ হবার কারণেই মানুষের মধ্যে বিভেদ তৈরি হয় তখন বিভক্ত মানুষ ব্যক্তি স্বার্থ চরিতার্থ করতেই কাজ করে
গবেষকরা জানিয়েছেন, সমালোচনার ক্ষেত্রে বেশিরভাগ সময় সঠিকভাবে সত্যকে তুলে আনার উদ্দেশ্য থকে না এতে কেবল সমালোচনা বা দোষ ধরার জন্যই সমালোচনা করা হয় সমালোচনায় নানা বিষয় বানিয়ে যেমন বলা হয়, অনেক সময় তৃতীয় কারো দ্বারা প্রভাবিত হয়েও কেউ কেউ এমন গর্হিত কাজটি করে মানুষ
জুয়া, বাজি ধরা
গবেষকরা জানিয়েছেন, জুয়া বা বাজি ধরার বিষয়টিও আমাদের জিনগত আমাদের নিউরনের মধ্যেই খেলে বেড়ায় জুয়া বা বাজি ধরার মতো নেতিবাচক কাজের উপলক্ষ্য দুশ্চিন্তা
গবেষকরা জানিয়েছেন, দুশ্চিন্তা হার্টের সমস্যা বাড়ায় এমনকি এর ফলে ক্যান্সার পর্যন্ত হতে পারে এমনকি চূড়ান্ত হতাশার কারণে মানুষ আত্মহত্যা পর্যন্ত করে বসে আধুনিক জীবনধারণ পদ্ধতিই এর কারণ হতে পারে বলে গবেষকরা আশংকা করছেন গবেষকরা আরো জানিয়েছেন, মানুষের কাজের ধরন ছাড়াও বর্তমানের প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে দিচ্ছে তাদের দুশ্চিন্তা
শরীরে ছিদ্র, ট্যাটু নক্সা আঁকা
২০১৫ সালের মধ্যে আমেরিকার শতকরা ১৭ ভাগ মানুষ বিভিন্ন কসমেকিট প্রক্রিয়ায় দেহের বিভিন্ন অংশকে সাজাবে, দেশটির কসমেটিক শিল্প প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে সম্প্রতি এমন ভবিষ্যতবাণীই প্রচার করা হয়েছে অন্যদিকে গবেষকরা জানিয়েছেন, কসমেটিক সার্জারির ফলে মানুষের স্বভাবিক চেহারা দিন দিন হারিয়ে যাচ্ছে শরীরের নক্সা আঁকা, ট্যাটু করার চর্চা কিবদন্তীর হলেও এত বৈচিত্র্য ছিলো না আগেকার দিনে গোত্র পরিচয়, ধর্মীয় কারণ, পদ মর্যাদা, ক্ষমতার চিহ্ন হিসেবে লোকে গায়ে ট্যাটু বা বিভিন্ন নক্সা আঁকত কিন্তু এখন কেবল দেহের সৌন্দর্য বাড়ানোর জন্যই এটা করা হচ্ছে বলে গবেষকদের মত
ভয় দেখানো এক জরিপে দেখা গেছে, স্কুল পড়য়া শিশুদের অর্ধেকেরই ভয় পাবার অভিজ্ঞতা রয়েছে ২০০৯- ইউরোপের এক সমীক্ষায় দেখা গেছে, শিক্ষার্থীরা স্কুলে আসার পর কোনো না কোনোভাবে ভয়ের শিকার হয় এমনকি তাদের কম বেশি সবাই আবার নিজের বাড়ি থেকেও ভয় পায় গবেষকরা জানিয়েছেন, ভয়ের এই উৎপত্তি আসলে পরিবার থেকেই

 
অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের গবেষক সারাহ ট্রেসি জানিয়েছেন, ‘উচ্ছৃক্সখলতা থেকেই এই ধরনের ভয় দেখাবার মতো আচরণের জন্ম

মিথ্যা বলা
মানুষের মিথ্যা বলার কারণও বের করেছেন গবেষকরা গবেষকরা জানিয়েছেন, মিথ্যা বলার সঙ্গে মনের সম্পর্ক রয়েছে ম্যাসাচুসেটস ইউনিভার্সিটির গবেষক রবার্ট ফেল্ডম্যান জানিয়েছেন, শতকরা ৬০ ভাগ মানুষই কথা বলার সময় প্রতি ১০ মিনিটে অন্তত একটি মিথ্যা কথা বলেনতবে, গবেষকরা আরো জানিয়েছেন, ‘মিথ্যা বলা কিন্তু ততোটা সহজ কাজ নয় সত্যি বলার চেয়ে এতে ৩০ ভাগ বেশি সময় লাগে সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, এখন সোশ্যাল নেটওয়ার্কিংসহ -মেইলে মিথ্যা বলা হয় সবচেয়ে বেশি
ধোঁকা দেওয়া
সম্প্রতি যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান পো জানিয়েছে, মানুষের বেখাপ্পা আচরণগুলোর মধ্যে ধোঁকা দেওয়ার বিষয়টি সবচেয়ে আকর্ষণীয় গবেষণায় দেখা গেছে, উঁচু দরের নৈতিকতা পোষণ করেন এমন লোকেরা আবার জঘন্য এই ধোঁকাবাজির শিকার হয়ে আত্মহত্যাও করেন তবে এমন শক্ত প্রকৃতির লোকেরাও আবার ঘুরিয়ে হলেও বিশ্বাস করেন, প্রয়োজনীয় মুহুর্তে ধোঁকাবাজি নৈতিকভাবে মেনে নেবার মতো একটি আচরণ
চুরি করা
গবেষকরা জানিয়েছেন, চুরি বিদ্যাটা আসলে বংশগত হবার আশংকাই বেশি গবেষকরা জানিয়েছেন, নিজের দরকারের কারণেই কিন্তু চোরেরা চুরি করে কিন্তু ক্লিপ্টোম্যানিয়াকরা চুরি করে মজা লোটার জন্যে ৪৩ হাজার মানুষের মধ্যে চালানো এক জরিপের ফল বলছে, তাদের এগারোভাগ কোনো না কোনোভাবে একবারের জন্য হলেও দোকানে গিয়ে চুরি করেছে
সন্ত্রাস
মানুষের জানা ইতিহাসের মধ্যে সন্ত্রাস আর নৈরাজ্যের খোঁজ পাওয়া যায় হরহামেশাই গবেষকদের দাবি, জিনগত বৈশিষ্ট্য এবং প্রাপ্তির অনুভূতি মাথার ভেতর জট পাকিয়ে সন্ত্রাস চালাতে বাধ্য করে ২০০৮ সালের এক গবেষণার ফল বলছে, মানুষ যৌনতা, খাবার ড্রাগস নেবার মতোই সন্ত্রাস করার জন্য ব্যগ্র থাকে সাইকো ফার্মাকোলজি জার্নালে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে জানা গেছে, মস্তিষ্কের কিছু কোষ সন্ত্রাস ঘটাবার জন্য ব্যগ্র থাকলেও এর পেছনে আসলে থাকে অন্য কোনো প্রাপ্তির আশাএজন্য দায়ী ডোপামিন নামের হরমোন
বদ অভ্যাস
মানুষ অভ্যাসের দাস গবেষকরা জানিয়েছেন, ক্রমাগত বদ অভ্যাসের লালন করাটাই বদ অভ্যাস তৈরিতে প্রধান ভূমিকা রাখে অনেক পরিচিত বদ অভ্যাসের সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে জানার পরও লোকজনের পক্ষে তা পুরোপুরি ত্যাগ করা কষ্টকর হয়ে দাড়ায়
মানুষের বদ অভ্যাসের পেছনে লেগে থাকার কারণ হিসেবে গবেষকরা জানিয়েছেন, মানুষের মধ্যেই লুকিয়ে থাকা অবাধ্যতা, সত্যিকারের ঝুঁকি বুঝতে না পারা, বিষয়ে ব্যক্তিগত অনুভূতি এবং আসক্তির ফলেই বদভ্যাসের জন্ম এর জন্য মানুষের কিছু খারাপ জিনই দায়ী

Internet marketing

Internet marketing, also known as web marketing, online marketing, searches marketing or e-marketing, is promotion of products or services over the internet.
Internet marketing is a broad concept. It not only refers to marketing on the Internet, but also includes marketing which is done through e-mail and wireless media. Digital customer data and electronic customer relationship management systems are also often grouped together under internet marketing.
Internet marketing is both the creative and technical aspects of the Internet, including design, development, advertising and sales. Internet marketing also refers to the placement of media with many different stages of the customer engagement cycle through search engine marketing (SEM), search engine optimization (SEO), banner ads on specific websites and email marketing.

Internet marketing is associated with some business models such as email marketing, Affiliate marketing, social media marketing, local internet marketing etc. Now a day, it becomes a multibillion dollar business in the world and its growing day by day.

Sunday, May 22, 2011

এভারেস্ট চূড়ায় মুহিত

এক বছরের ব্যবধানে এভারেস্ট চূড়ায় দ্বিতীয় বাংলাদেশি হিসেবে উঠলেন এমএ মুহিত।

বাংলা মাউন্টিয়ারিং অ্যান্ড ট্র্যাকিং ক্লাবের (বিএমটিসি) এ সদস্য শনিবার এভারেস্ট জয় করেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে।

বিএমটিসি'র প্রতিষ্ঠাতা ইনাম আল হকও মুহিতের এভারেস্ট জয়ের খবর জানিয়েছেন।

গত বছরের ২২ মে প্রথম বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করেন মুসা ইব্রাহিম। তিনি দেশের পর্বতারোহীদের আরেক সংগঠন নর্থ আলপাইন ক্লাবের সদস্য।

ইনাম আল হক বলেন, "শনিবার সন্ধ্যায় নেপালের ডেপুটি চিফ অব মিশন কৃষ্ণচন্দ্র আড়িয়াল আমাকে ফোনে জানিয়েছেন, মুহিত এভারেস্ট জয় করেছে। এখনো মুহিতের সঙ্গে কথা হয়নি। কাল সোমবার অ্যাডভান্স বেসক্যাম্পে এলে তার সঙ্গে কথা হবে বলে আশা করছি।"

২০০৩ সালে বিএমটিসি প্রতিষ্ঠার পর ক্লাবের লক্ষ্য ছিলো ১০ বছরের মধ্যে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ জয় করা। মাত্র আট বছরেই তা অর্জিত হওয়ায় উচ্ছ্বসিত ইনাম।

তিনি বলেন, "দেশের পর্বতারোহীরা চেষ্টা করলে সবই সম্ভব। মুহিত তা প্রমাণ করেছে।"

গত বছর মুসা ইব্রাহিমের সঙ্গে যাত্রা করেও বিরূপ আবহাওয়ার কারণে ৮ হাজার ৮৪৮ মিটার উচ্চতার এভারেস্ট জয় না করেই ফিরতে হয়েছিলো মুহিতকে।

৪১ বছর বয়সি মুহিত একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা। তার বাড়ি ভোলা জেলায়।

টুইটারে ১ কোটি ভক্তের রাণী লেডি গাগা

অবশেষে সব জল্পনা-কল্পনার ইতি টানলেন যুক্তরাষ্ট্রের বিখ্যাত সঙ্গীতশিল্পী লেডি গাগা।
সামাজিক খুদে বার্তার সাইট টুইটারের ইতিহাসে ১ কোটি ভক্তের মাইলফলক স্পর্শ করলেন তিনি। টুইটার সূত্র এ তথ্য জানিয়েছে।
টুইটারের এ রেকর্ড গড়ার পর লেডি গাগা তার আবেগআপ্লুত কন্ঠে ভক্তদের ধন্যবাদ জানান। এ রেকর্ড তার ভক্তদেরই অর্জন বলে তিনি উল্লেখ করেন।

এ রেকর্ড গড়তে লেডি গাগাকে পেছনে ফেলতে হয়েছে সেলিব্রেটি ব্রিটনি স্পিয়ার্সকে। গত তিন মাস ধরে তিনি টুইটারের ভক্তের হিসাবে নিজেকে শীর্ষে ধরে রেখেছিলেন।

উল্লেখ্য, টুইটারের জনপ্রিয় শীর্ষ তিন সেলিব্রেটির মধ্যে আরেকজন হচ্ছেন হলিউডের বিখ্যাত অভিনেতা অ্যাসটন কুচার।

এ মুহূর্তে ফেসবুকে খতিয়ানে লেডি গাগার ২ কোটি ৪০ লাখ ভক্ত আছে। তবে ফেসবুকের হিসেবে এ পরিসংখ্যান রেকর্ডকে স্পর্শ করেনি।

Tourist spot and location in Bangladesh


Tourist spot in Dhaka and near Dhaka- Ahsan monjil, Mirpur zoo, Botanical garden,Lalbag port (Lalbag), Panam city ( Sonargaon), National martyrs monument ( Savar), Sir jagdis Chandra bosu’s home and old landlord’s home ( Munsigonj),Fantasy kingdom park ( Asulia,savar),Baldha garden( wari, Dhaka), Historical monument ( Rayerbazar,Dhaka).

Khulna- Mongla port, Sundarban ( world largest mangrove forest and home of royal Bengal tigers with different type of wild animals), Khan jahan ali mosque( sixty minar mosque located in bagerhat, Khulna).

Cox’s bazar Sea beach,Teknaf, St.martin island, Himchari falls- Cox’sbazar (World largest and longest unbroken sea beach), Teknaf ( tribal polli), St. martin( Coral island), Himchari falls.

Dulahazara safari park,Chokoria,Cox’sbazar- A zoo with natural environment located in chokoria upazilla under cox’sbazar district.

Bandarban,Rangamati and Kaptai- Bandarban( Megla picnic spot, Nilgiri resort, The highest peak of Bangladesh, Boga lake and some other falls within the hills, Museam, a place of green and green). Rangamati- A city on hills, So many old creature of tribals, House of chakma king ( tribal king), Patha ting ting resort, Suvolong falls, lake. Kaptai( A beautiful and long lake, hydro-electric project, largest paper mills in asia, zoom picnic spot, tea garden).

Kuakata sea beach- Located in patuakhali. Distance is near about 350 km from Dhaka.

Sylhet- The shrine of great hazrat shah jalal ( R), Lawachora rainforest, Srimongol( The tea capital), Madobkundo falls, tanguar haor ( Sunamgonj).

Chittagong city- The sea port city, patenga sea beach, foy’s lake, DC hills, War cemetery ( A historical monuments),

Sitakunda- Distance near about 30 km from Chittagong city. Famous for chandranath temple and buddist temple.

Comilla- Moinamoti ( a place of old architecture).

Bogura- Mohastangor ( an old capital city of pudra kingdom before great mugal empire)

Nijum island- Located in Hatia under noakhali district.