onewaytextlink

Wednesday, May 25, 2011

নতুন সৌরজগত

কেপলার মহাকাশ টেলিস্কোপ নতুন সৌরজগত সনাক্ত করেছে। এ সৌর জগতে একটি সূর্যকে ঘিরে খুব কাছাকাছি অক্ষপথে চলা ৫টি গ্রহ দেখা গেছে। এ গ্রহগুলো আমাদের সৌরজগতের গ্রহগুলোর চেয়ে বড়। মার্কিন গবেষণা সংস্থা নাসার বরাত দিয়ে "নেচার" জানিয়েছে, এ নতুন সৌরজগতের নাম দেয়া হয়েছে "কেপলার-১১"
কেপলার মহাকাশ টেলিস্কোপ ২০০৯ সালে বসানো হয়। এ পর্যন্ত এ টেলিস্কোপ এক লাখ ৫০ হাজার নক্ষত্রের আলো পরিমাপ করেছে। মহাকাশ বিজ্ঞানীরা আশা করছেন তারা পৃথিবীর গঠন ও আকারের অনুরূপ গ্রহের সন্ধান পাবেন, যে গ্রহে জীবন ধারণ বা মানুষ বসবাসের উপযোগী নাতিশীতোষ্ণ পানি থাকবে। অন্য কোনো তারকা কোনো গ্রহ প্রদক্ষিণ করছে কিনা,কেপলার পরোক্ষ পদ্ধতিতে এসব গতিবিধি লক্ষ্য করে। গ্রহ যখন কোনো নক্ষত্র বা সূর্য প্রদক্ষিণ করে তখন তার আলো কমে যায়। আর এই আলোর পরিমাপ দিয়েই বিজ্ঞানীরা ওই গ্রহের আয়তন ও গতি নির্ধারণ করেন

No comments:

Post a Comment