onewaytextlink

Tuesday, May 24, 2011

মোবাইল ফোনে প্রতারণা!!

মোবাইল ফোনের মাধ্যমে  এসএমএস  দিয়ে পাঁচ হাজার ডলার লাভের প্রস্তাব দেওয়া হচ্ছে গতকাল বিভিন্ন গ্রাহকের মোবাইলে বাংলাদেশ ব্যাংকের উদ্বৃতি দিয়ে এসএমএস আসে বাংলাদেশ ব্যাংক ধরনের প্রতারণা থেকে সবাইকে সতর্ক থাকতে আহ্বান করেছেন

এক গ্রাহক গতকাল হঠাৎ করে দেখেন তার মোবাইল ফোনে  একটি নম্বর থেকে এসএমএস এসেছে ওই এসএমএসে লেখা রয়েছে দ্রুত কল করুন এবং হাজার ডলার জিতে নিন তিনি কল করলে তার ফোনের ব্যালান্স থেকে ২০০ টাকা চলে যায় একই ধরণের এসএমএস পেয়েছেন আরেক গ্রাহক তার মোবাইলে কোনো নম্বর না উঠে বাংলাদেশ ব্যাংক নামে পরপর তিনটি এসএমএস আসে সবগুলোতেই একটি নম্বরে কল করতে বলা হয় এবং হাজার ডলার দেওয়ার প্রস্তাব দেওয়া হয় রকম অনেক গ্রাহকের মোবাইলে এসএমএস এসেছে দেশের কয়েকটি মোবাইল ফোন কোম্পানির সঙ্গে যোগাযোগ করা হলে তারা বিষয়ে কিছু জানে না বলে জানান

এদিকে বাংলাদেশ ব্যাংক ধরনের প্রতারণা থেকে সবাইকে সতর্ক থাকতে আহ্বান জানিয়েছে ব্যাংক থেকে গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ ব্যাংকের নামে অনেক গ্রাহকের মোবাইলে ডলার লাভের প্রস্তাব দিয়ে বিভিন্ন এসএমএস পাঠানো হচ্ছে যা পুরোপুরি ভুয়া প্রতারণামূলক বাংলাদেশ ব্যাংক থেকে গ্রাহকের কাছে কোন এসএমএস পাঠানো হচ্ছে না তাই এধরনের প্রতারণামূলক এসএমএস থেকে বিভ্রান্ত না হওয়া বা ওই নম্বরে ফোন না দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে

No comments:

Post a Comment